আটপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম খান মাজু (৬০) আর নেই। আজ রোববার সকাল ৮টায় আটপাড়ার বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান মাজুর মরদেহ আটপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেওয়া হলে দলীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। জোহরের নামাজের পর আটপাড়া খেলার মাঠে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামে। বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জহিরুল ইসলাম খান মাজুর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল হক, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।