চুয়াডাঙ্গায় বিএনপির গ্রুপিং বন্ধে চার নেতার আহ্বান
চুয়াডাঙ্গায় বিএনপির গ্রুপিংয়ের রাজনীতি বন্ধ করে দলের বৃহত্তম স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির চার নেতা আজ রোববার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন।
দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম ও হাবিবুর রহমান হবি।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা দাবি করেন, ঐক্যবদ্ধ রাজনীতির কারণে অতীতে চুয়াডাঙ্গার সংসদীয় আসনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বর্তমানে জেলা বিএনপিতে দুটি ধারা বহমান। যার একটির নেতৃত্বে রয়েছেন জেলা কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস এবং অপরটির নেতৃত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। দলের ভেতরে দুটি ধারা সৃষ্টি হওয়ায় একের পর এক নির্বাচনে পরাজয়সহ নানা সংকট তৈরি হয়েছে। তাই সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে, গ্রুপিং রাজনীতি বন্ধ করে এবং নিজেদের ছোট ছোট স্বার্থ ত্যাগ করে দলের বৃহত্তম স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়ে তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশাকে পূরণ করে বিএনপির রাজনৈতিক শক্তি ফিরিয়ে এনে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত জেলা বিএনপির ঐক্যবদ্ধ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।