হিলি সীমান্তে ট্রেনে কাটাপড়ে একজন নিহত
দিনাজপুরের হিলি সীমান্তে ট্রেনে কাটাপড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম (৫০) জয়পুরহাট জেলা শহরের চৌমহনী এলাকার আব্দুল মালেকের স্ত্রী।
হিলি জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এটিএসআই ফারুক হোসেন জানান, সীমান্ত সংলগ্ন হিলি রেলস্টেশনের ৫০ গজ দক্ষিণ পাশ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন ফিরোজা বেগম। এ সময় ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে তাঁর মৃত্যু হয়।