জাপানিরা বান্দরবানে এসে দেখলেন সাকুরা চেরি ফুলের গাছ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা গত বছর জাপান সফরে গিয়ে সাকুরা চেরি ফুল গাছের বীজ নিয়ে আসেন। ওই বীজগুলো রোপণ করা হয় জেলা পরিষদ চত্বরে। বীজগুলো অঙ্কুরিত হয়ে এখন বড় হয়েছে।
জাপানের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল আজ রোববার পার্বত্য জেলা পরিষদে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দেখেন তাঁদের দেশের সাকুরা চেরি ফুলের গাছ। আশ্বাস দেন এই গাছের চাষ বান্দরবানে সম্প্রসারণে সার্বিক সহযোগিতা করবেন।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জাপানি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় অন্যদের মধ্যে জাপানি প্রতিনিধিদলের প্রধান অ্যারিটোমি, প্রফেসর ওয়াটানবি ও সাইটো, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমীন, উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন, বান্দরবান হর্টিকালচার সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম ভূইয়া, মা-শিশু হাসপাতালের পরিচালক ডা. অংচালু মারমা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অংসুই মারমা, দোভাসী কাঞ্চন বড়ুয়াসহ পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রতিনিধিদলের সদস্যরা পার্বত্য জেলা পরিষদ চত্বর পরিদর্শন করে সেখানে রোপণ করা সাকুরা চেরি ফুলের গাছগুলো দেখেন। পরে হলিডে ইন রিসোর্টে স্থানীয় পাহাড়ি-বাঙালি শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিথিদের সম্মানে।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, গত বছর জাপান সফরে গিয়ে সাকুরা চেরি ফুল গাছের বীজ নিয়ে আসেন। বীজগুলো পরীক্ষামূলকভাবে জেলা পরিষদ চত্বরে রোপণের পর বীজগুলো অঙ্কুরিত হয়ে বেড়ে উঠেছে। সাকুরা চেরিফুল গাছ জাপানিদের কাছে শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আদিকাল থেকে। দর্শণার্থীদের কাছে চেরি ফুল খুবই আকর্ষণীয় এবং সৌন্দর্যের প্রতীক।
জাপানি প্রতিনিধিদলের প্রধান প্রফেসর ওয়াটানবি বলেন, জাপানের শান্তির প্রতীক সাকুরা চেরি ফুলের গাছ। জাপানিদের সুনামি ধ্বংসযজ্ঞের শোক ভুলিয়ে তুলতে জাপানের শান্তির প্রতীক চেরি ফুল গাছ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের জেলা বান্দরবানে রোপণ করতে সার্বিক সহযোগিতা করেছেন জাপানিরা। বান্দরবানে সাকুরা চেরি ফুলের গাছ দেখে মুগ্ধ প্রতিনিধিদলের সদস্যরা। সাকুরা চেরি ফুল গাছের চাষ বান্দরবানে সম্প্রসারণে সার্বিক সহযোগিতা করা হবে।