রূপগঞ্জে সুতার কারখানায় আগুন, আটজন দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুডা এলাকায় নওয়াব স্পিনিং মিলস নামক একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আটজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
অগ্নিকাণ্ডে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। ভোর সোয়া ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।
ওসি আসাদুজ্জামান আরো বলেন, আগুনে নওয়াব স্পিনিং মিলসের অনেক সুতা, কাঁচামাল ও যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তিনি জানান, পুলিশের একটি দল ভোর ৪ টায় ঘটনাস্থলে পৌঁছেছে।