কোনো দল নির্বাচনে না এলে তাদের বিষয়
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য হোক। কিন্তু কোনো দল যদি নির্বাচনে না আসে সেটা তাদের বিষয়।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আসন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এ কথা বলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তাই ব্যবস্থা করবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে প্রয়োজনে নির্বাচন স্থগিত করে আবারো নির্বাচন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে জনগণের যানমালের যেন ক্ষতি না হয় সেদিকে আমাদের সর্বোচ্চ দৃষ্টি থাকবে। কোনো প্রার্থী কিংবা কর্মকর্তা আইনের চোখে প্রমাণসম্পন্ন অপরাধ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুল্লাহ, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ শাহীনা আক্তার, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন, কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমেদ সিকদার, এলেঙ্গা পৌরসভা, বাংড়া এবং মাহমুদনগর ইউপি নির্বাচনের প্রার্থীরা।
আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন, টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর এবং ঘাটাইল উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।