ময়মনসিংহে পুলিশের গুলিতে ‘খোকন পুলিশ’ নিহত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের গুলিতে ‘খোকন পুলিশ’ নামের একজন নিহত হয়েছেন। তাঁর আসল নাম রফিকুল ইসলাম। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, গতকাল বুধবার রাতে উপজেলার ঈশ্বরগঞ্জের সোহাগী এলাকায় খোকনকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে খোকনের লোকজন। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এ সময় নিহত হন খোকন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও চারটি ককটেল উদ্ধার করেছে।
পুলিশের দাবি, এ ঘটনায় ওসি আকতারুজ্জামান, উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ও কনস্টেবল এমদাদ আহত হন। নিহত খোকনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদক, চাঁদাবাজিসহ ছয়টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, খোকন পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রামে থাকা অবস্থায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। এ কারণে ২০০৩ সালে তিনি চাকরিচ্যুত হন। মাদক ব্যবসা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন খোকন বলে জানিয়েছে পুলিশ।