হাকিমপুরে যুবক আটক, অস্ত্র-গুলি উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া সীমান্ত এলাকা থেকে সুমন (২৫) নামের এক যুবককে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা।
এ সময় সুমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব। সুমন হাকিমপুরের নওপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, সুমনের কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব ক্যাম্পের এএসপি কামরুল আহসানকে সঙ্গে নিয়ে সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সুমন আমেরিকার তৈরি ৭ দশমিক ৬৫ মিলিমিটার একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয়টি গুলি ও দুই বোতল ফেনসিডিল থাকার কথা স্বীকার করে।