শিশু হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন
সন্তানকে হত্যার দায়ে মাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন নেত্রকোনার একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত কবিরুন্নেছা আক্তার (৩৫) উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুর রাশেদের মেয়ে।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভুইয়া জানান, ২০০০ সালের মার্চ মাসে কেন্দুয়া উপজেলার চাংনাইয়া গ্রামের আব্দুল জব্বারের সঙ্গে একই উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুর রাশেদের মেয়ে কবিরুন্নেছা আক্তারের (৩৫) বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর কবিরুন্নেছার একটি ছেলে সন্তান হয়। এ ঘটনায় আব্দুল জব্বার তাঁর স্ত্রীকে তালাক দেন।
এর পর কবিরুন্নেছা একই উপজেলার পাইকুড়া গ্রামে বোন ও ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় কবিরুন্নেছা সন্তান রাজুকে হত্যা করেন।
এ ঘটনায় পুলিশ ওই দিনই কবিরুন্নেছাকে আটক করে। পরে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০১ সালের ৬ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে কবিরুন্নেছাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, নগদ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন দিলুয়ারা বেগম।