কুষ্টিয়ায় তিন বিএনপি নেতাকর্মী কারাগারে
কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত ১-এ হাজির হলে বিচারক সাজ্জাদ হোসেন কুতুব উদ্দিনসহ বিএনপিকর্মী আসলাম ও জ্যাকির জামিন নামঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় সরকারবিরোধী আন্দোলন চলাকালে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ মামলায় তিন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।