ঝিনাইদহে প্রথম আলো সম্পাদকের জামিন
ঝিনাইদহের আদালতে দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান। এ সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানকেও জামিন দেন আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের কোটচাঁদপুর আমলি আদালতের বিচারক হাকিম মো. সাজ্জাদ হোসেনের আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কোটচাঁদপুরে ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শিরোনামে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এর পর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বিরুদ্ধে নয়টি মানহানি এবং নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে নয়টি মানহানি আর দুটি চাঁদাবাজির মামলা হয়।
মামলার শুনানিতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমান, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম মশিউর রহমান, শফিউল্লাহ বাচ্চুসহ অনেকেই শুনানিতে অংশ নেন। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের নেতারাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
জামিন লাভের পর দুপুর ১২টায় প্রথম আলো সম্পাদক ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের বিমল সাহা, ইনকিলাবের মোস্তফা মাজেদ, দৈনিক নবচিত্রের প্রকাশক আলহাজ শহিদুল ইসলাম, কালের কণ্ঠের এম সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রমুখ।
সভায় শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিকেল ৫টার দিকে স্থানীয় এইড কমপ্লেক্সে পৃথক অনুষ্ঠানে যোগ দেন প্রথম আলো সম্পাদক। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।