৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনটি বগি উদ্ধারের পর ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে কুমিল্লার শশীদল এলাকায় ঢাকাগামী মহানগর গোধূলীর ইঞ্জিনসহ তিনটি বগি লাইচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত ১১টায় শহরের ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান রাত সাড়ে ১২টায় এনটিভি অনলাইনকে জানান, শশীদল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল এলাকায় ওই দুর্ঘটনার সাত ঘণ্টা পর রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় মহানগর গোধূলীর দুটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। এর পর আখাউড়া ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন এসে বগিগুলো উদ্ধার করে। এরপরই সারা দেশের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।