কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত এক
কুষ্টিয়া সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তসলিম উদ্দিন। তসলিম একই ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গতকাল রাত সাড়ে ৩টার দিকে ফকিরাবাদ গ্রামের নওদাপাড়ায় আমোদ আলীর বাড়িতে চুরি করতে যাচ্ছিল তসলিম। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে একত্র হয়ে নওদাপাড়ার মোড়ে তসলিমকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসআই কামাল জানান, তসলিমের বিরুদ্ধে গরু চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফর উদ্দিন জানান, নিহত তসলিম উদ্দিন এলাকায় বিভিন্ন চুরির সঙ্গে জড়িত ছিলেন। তিনি এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত।