সরকার যা বলে নির্বাচন কমিশন তাই করে : আমান
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘আজকে নির্বাচন কমিশন এই সরকারের আজ্ঞাবহ। এই সরকার যা বলে নির্বাচন কমিশন তাই করে।’
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ সদরের শায়েস্তানগরে বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে হুঁশিয়ারি দেন আমান। তিনি বলেন, ‘গণতন্ত্র বন্দি। গণতন্ত্রের মা খালেদা জিয়া বন্দি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হওয়া ছাড়া, কোনো নির্বাচন হবে না। হতে দেওয়া হবে না। বাংলাদেশে সেই নির্বাচন হবে না। শেখ হাসিনা সেই নির্বাচন করতে পারবে না।’
দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে বিএনপির একাত্মতার কথা জানান দলের চেয়ারপারসনের এই উপদেষ্টা। আমান উল্লাহ আমান বলেন, ‘কোটা সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে, ছাত্রছাত্রীদের, সারা বাংলাদেশের চলছে। তাদের দাবির সাথে আমরা একমত পোষণ করছি এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া অবশ্যই মানা উচিত। তাদের দাবি-দাওয়া মেনে, তাদের তাদের ন্যায্য অধিকার দেওয়া উচিত।’
হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই কর্মিসভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করে।
এদিকে, জেলা বিএনপির কর্মিসমাবেশ সাধারণ সম্পাদকের কার্যালয়ে আয়োজন করায় রাস্তায় বিক্ষোভ করে দলের একাংশের কর্মীরা। তারা সমাবেশটি নিরপেক্ষ কোনো স্থানে করার দাবি জানায়। এ সময় তারা কর্মিসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাধা দেয়। ফলে দুই পক্ষের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।