বান্দরবানে গোলাগুলি, বিজিবির নায়েক আহত
বান্দরবানের থানচি উপজেলার মোদক এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি হয়েছে। এতে জাকির নামের বিজিবির এক নায়েক আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, সকালে থানচি উপজেলার মোদক বিওপি এলাকায় বিচ্ছিন্নতাবাদী কিছু সন্ত্রাসী কর্তব্যরত বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ সময় বিজিবির নায়েক জাকির হাতে গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে।