শ্বশুরবাড়ির পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামে ফসলি জমির একটি মাঠ থেকে আজ বুধবার সকালে জালাল (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জালাল চান্দিনার ছায়কট তুলাতুলি গ্রামের বাসিন্দা।
নিহতের বাবা সুয়া মিয়া বলেন, ‘আমার ছেলে জালাল সবজি ব্যবসা করে। এ কাজে তিন মাস ধরে সে বেলাশ্বরে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিল। মঙ্গলবার রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে তাঁর শ্বশুরবাড়ির পাশে একটি ফসলি জমির মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে শ্বশুরবাড়ির লোকজন আমাকে খবর দেয়।’ সুয়া মিয়া অভিযোগ করেন, জালালকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জালাল তিন মেয়ের বাবা। বর্তমানে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে লাশের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাইনি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’