কিশোরকে চাপা দিয়ে উল্টে গেল বাস
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত একটি বাস সাইকেল আরোহী এক কিশোরকে চাপা দিয়ে উল্টে যায়। আজ বুধবার দুপুর দেড়টার দিকে ওই দুর্ঘটনায় ১৮ জন বাস যাত্রী আহত হয়েছে।
এ ছাড়া আজ ভোরে চান্দিনার মাধাইয়া এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ট্রাকচালকের এক সহযোগী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর দেড়টার দিকে চান্দিনার পালকী সিনেমা হলের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস বাইসাইকেলচালক রবিউলকে (১২) চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। আহত হয় বাসের ১৮ যাত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
রবিউল চান্দিনার ডুমুরিয়া গ্রামের পিকআপচালক আলম মিয়ার ছেলে। সে বেলাশ্বর গ্রামের একটি গাড়ির গ্যারেজে কাজ করত।
এদিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশফাঁড়ির সার্জেন্ট আসাদুজ্জামান জানান, আজ ভোরে চান্দিনার মাধাইয়া এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহযোগী মাসুম (২২) নিহত হন। তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।