কুমিল্লায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন!
কুমিল্লার বরুড়া উপজেলার জয়াগ গ্রামে মাদকাসক্ত এক ছেলে তাঁর বাবাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, বরুড়া উপজেলার জয়াগ গ্রামের আবদুর রব তাঁর মাদকাসক্ত ছেলে জুয়েলকে নামাজ পড়ার কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে জুয়েল তাঁর বাবার বুকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে জয়নাল আবেদীন বাদী হয়ে জুয়েলকে আসামি করে হত্যা মামলা করেছেন।
জুয়েল ঘটনার পর পরই পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।