বিএনপি না এলে একলাই নির্বাচন করব : এরশাদ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘দেশের মানুষ আজ মুক্তি চায়। বর্তমান সরকারের জনপ্রিয়তা শূন্য। বড় শূন্য।’
আজ রোববার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু হয়, সিলও যদি মারা না হয়, জিততে পারবে না, জিততে পারবে না। এই জন্য সুযোগ আসছে। আমরা বলছি, সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এবং বিএনপি না এলে একলাই নির্বাচন করব। ৩০০ আসনে নির্বাচন করব। সিল না মারলে, আমি কথা দিচ্ছি, দেশের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টিকে চায়।’
জেলা জাতীয় পার্টির সভাপতি ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে আরো বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।