খোকসায় নছিমন উল্টে অধ্যক্ষ নিহত
কুষ্টিয়ার খোকসায় নছিমন উল্টে পাংশার কলিমহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবুল আলম (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অধ্যক্ষ মাহবুবুল আলমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা খোকসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, গতকাল রাতে মাহবুবুল আলম পাংশার কলিমহর থেকে নছিমনযোগে নিজ গ্রামে ফিরছিলেন। এ সময় মহাসড়কের মালিগ্রাম এলাকায় নছিমনটি উল্টে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।