রক্ষার বাঁধই এখন তাঁদের ফাঁদ!
অধিক ফসল উৎপাদন আর মনু ও কুশিয়ারা নদীর বন্যার কবল থেকে ফসল রক্ষা করতে মৌলভীবাজারের মনু প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পের মূল লক্ষ্য ছিল শুকনো মৌসুমে সেচ আর বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ ও পানি নিষ্কাশন করে ফসলের উৎপাদন নিশ্চিত করা। কিন্তু রোপা আমন মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতর থাকা জমি থেকে পানি নিষ্কাশন না করায় সেই রক্ষাকারী বাঁধই এখন ফাঁদ হয়ে দেখা দিয়েছে।
আর এ কারণে মনু প্রকল্পে ১৬ হাজার হেক্টর রোপা আমন ধানের উৎপাদন অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের অন্যতম বড় এ সেচ প্রকল্পে সার্বক্ষণিক সেচপাম্প চালু না থাকায় প্রকল্পের ভেতর সৃষ্টি হয়েছে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা। প্রকল্পের অধিকাংশ কৃষিজমি ও রাস্তা জমে থাকা পানিতে তলিয়ে গেছে। আর ঠিক সময়ে রোপা আমন ধানের চারা লাগাতে না পারায় ধানের চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিস্তারিত এস এম উমেদ আলীর ভিডিও প্রতিবেদনে—