মাদারীপুরে দুই স্কুলছাত্রীর হত্যাকারীদের শাস্তি দাবি
মাদারীপুরে দুই স্কুলছাত্রীর হত্যাকারীদের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকরা এই মানববন্ধন করেন।
ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন বিদ্যালয়ের রাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রব খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান ও কয়েকজন শিক্ষার্থীর।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৪) ও তার সহপাঠী মস্তফাপুর গ্রামের হ্যাপি আক্তার (১৪) নিখোঁজ হয়। বিকেলে অচেতন অবস্থায় চার যুবক ওই দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে দুজন পালিয়ে যায়। ওই দুই মেয়ের পরিবার লোকমুখে খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুমাইয়া ও হ্যাপির লাশ শনাক্ত করে।
পুলিশ সেদিনই হাসপাতাল এলাকা থেকে শিপন শিকদার ও রফিক শিকদার নামের দুই যুবককে আটক করে। পরে শুক্রবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর শনিবার রাকিব শিকদার নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার মোট আসামি সাতজন। মামলার প্রধান আসামি রানা শিকদার এখনো ধরা পড়েনি। তাকে গ্রেপ্তার করতে পারলেই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।