‘কম বয়সীদের তথ্য নেওয়া হচ্ছে পরিচয়পত্র দিতে’
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। যাদের বয়স আগামী ১ জানুয়ারি ১৮ বছর হবে তাদের ভোটার করা হচ্ছে। পাশাপাশি যাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে তাদের শুধু তথ্য নিবন্ধন করা হচ্ছে জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য। ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটার হবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
পরে মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল হক, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ আরো বলেন, জেলা ও উপজেলাভিত্তিক সার্ভার স্টেশন তৈরি নির্বাচন কমিশনের একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী বছরের প্রথম দিকে দেশের সার্ভার স্টেশনগুলো ডেটা কানেকটিভিটির সঙ্গে যুক্ত হবে।
এগুলো চালু হলে একজন ভোটার সব তথ্য সংশোধন ও ছবি সংযোজন করে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন এবং যে কোনো ভোটার যখন চাইবেন তখনই ভোটার হতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।