দানবাক্স থেকে চুরি, গণপিটুনিতে যুবক নিহত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ এনে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কয়েকজন জানান, আজ ফজরের নামাজের আগে জামে মসজিদের দানবাক্সের টাকা চুরি করছিল একদল লোক। এ সময় মসজিদের খাদেম ও মুসল্লিরা টের পেয়ে চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ধাওয়া করলে এদের মধ্যে একজন পানিতে পড়ে যায়। পানি থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আল মাহমুদ জানান, আজ ভোরে মসজিদের দানবাক্সের টাকা চুরির অভিযোগে স্থানীয় লোকজন অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।