গাইবান্ধায় আলাদা মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ৩
গাইবান্ধায় আলাদা দুইটি মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার জানান, সকাল ১০টার দিকে আরএফএলের বিক্রয় কর্মী রাফিউল তাঁর সহকর্মী মাইদুলসহ মোটর সাইকেলে করে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। সদর উপজেলার কুপতলা ইউনিয়নের তুরকা এলাকায় এলে তাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই চালক রাফিউল নিহত হন। গুরুতর আহত মাইদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
অন্যদিকে, গোবিন্দগঞ্জ-দিনাজপুরের ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে বোগদহ এলাকায় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক ফরিদ মিয়া নিহত হন।