নির্মাণাধীন কালভার্টের মাটিধসে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নির্মাণাধীন একটি কালভার্টের মাটিধসে আমিনুল ইসলাম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকারপাড়া গ্রামে একটি কালভার্টের নতুন করে নির্মাণ কাজ চলছিল। আজ সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিকরা পুরাতন কালভার্টটির ইট-সুরকি তোলার সময় হঠাৎ কালভার্টের উত্তর পাশের রাস্তার মাটি ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নির্মাণাধীন কালভার্ট। আজ সকালে এই কালভার্টের মাটিধসে এক শ্রমিক নিহত হন। ছবি : এনটিভি
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় নির্মাণ শ্রমিক আমিনুল ইসলাম মারা যান।
বাকি দুই আহত আবদুল আলী (৫২) ও তাঁর স্ত্রী রশিদা বেগমকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।