কুমিল্লায় মহাসড়কে গতি নিয়ন্ত্রণ অভিযান
দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অতিরিক্ত গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ।
urgentPhoto
আজ শুক্রবার বিকেলে মহাসড়কের নিমসার এলাকায় অভিযান চালান হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার। এ সময় মহাসড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতি পরিমাপক যন্ত্র দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতির যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন গাড়ির হেডলাইটের অর্ধাংশ কালো কালি দিয়ে রং করা হয়।
হাইওয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার সোলায়মান মিয়া জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, কাবিলা, ময়নামতি, মিয়াবাজার এলাকাগুলো অধিক গতির জন্য ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় অভিযান চলছে। এ ছাড়া হাইওয়ে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে। এতে কুমিল্লা অঞ্চলের ২২৫টি কমিটিতে চার হাজার ২৯ জন সদস্য হাইওয়ে নিরাপত্তায় অংশ নেবে।