খাগড়াছড়িতে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ রোববার খাগড়াছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
সকাল থেকেই বিহারগুলোতে ছিল পুণ্যার্থীদের ভিড়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্ট পরিষ্কর দান, ভিক্ষুদের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বালন, ধর্মদেশনা ও বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা।
বিকেলে শোভাযাত্রা, ধর্মীয় দেশনা শেষে সন্ধ্যায় বিহারগুলোতে প্রদীপ পূজা ও ফানস উড়ানো হয়।
গৌতম বুদ্ধ এই দিনেই জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহা পরিনির্বাণ লাভ করেন। আর এ কারণেই বৌদ্ধদের কাছে দিনটি খুবই পবিত্র।