গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় ময়মনসিংহে মানববন্ধন
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ময়মনসিংহ জেলা শাখা যৌথ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা গাঙ্গিনাপাড় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কমর্সূচি পালিত হয়।
সিপিবির সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, সরকারের এই ঘোষণা অশুভ পরিকল্পনা ও গণবিরোধী। অবিলম্বে তিনি গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আরো বক্তব্য দেন সিপিবির সভাপতি আব্দুল আজিজ সরকার, যুবফ্রন্টের সাধারণ সম্পাদক আব্দুর রব মেশাররফ, নারী নেত্রী সাজেদা বেগম সাজু, ছাত্র ইউনিয়নের সভাপতি শেখ সাদ নুর অপি।