খাগড়াছড়িতে ঝড়ে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার মুসলিমপাড়া এলাকায় ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে পড়ে আমির হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
আজ সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি থাকলেও, দুপুরের পর ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ শুরু হয়। এ সময় আমির হোসেনের টিনের ঘরের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়েন আমির হোসেন। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।