কুমিল্লায় কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী। সাম্য, মানবতা ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিতে কুমিল্লা এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
আজ শনিবার সকালে ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠানসূচি। ‘নজরুল পরিষদ-কুমিল্লা’ এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ১০টায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে আলোচনা সভা, আবৃত্তি, হামদ, নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নজরুল পরিষদ, কুমিল্লার সহসভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানে নজরুলের জীবনী নিয়ে আলোচনা করেন ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমীর আলী চৌধুরী, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী।