ফেনী চেম্বারের সভাপতির ইন্তেকাল
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুর রকিব কাজমী আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের হাজারী রোডের নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি অনেক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
আব্দুর রকিব কাজমী মেসার্স আবদুল কুদ্দুস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফেনী স্টেডিয়ামে ও সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার শর্শাদিতে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।