যশোরে ঝড়ে শিলাবৃষ্টিতে দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
যশোরের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও শিলাসহ ভারী বৃষ্টিতে দুই হাজা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ও আজ বৃহস্পতিবার ভোরের এই ঝড়ে কাঁচা ও টালির ঘরের ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয় লোকজন জানান, প্রায় দুই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় মণিরামপুর উপজেলায়। এতে সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত মানুষ।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন জানান, ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের।