হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকসহ নিহত ৩
হবিগঞ্জের বানিয়াচং ও বাহুবল উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।
এছাড়া বিকেলে চুনারুঘাট উপজেলার তাউশি গ্রামে বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার মুড়ারআব্দা গ্রামের রনধীর চন্দ্র দাস (৪৫),বাহুবল উপজেলার উত্তর ভবানী গ্রামের আবুল কালাম (৩৫)ও তাউশি গ্রামের হেনা বেগম (৩৪)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান,আজ
দুপুরে ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় মুড়ারআব্দা হাওর থেকে ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান রনধীর।
অন্যদিকে,বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মাসুক আলী জানান,দুপুরে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন আবুল কালাম,সাদ মিয়া ও ওয়াজির উল্লা।
পরে,স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।
বিকেলের দিকে বৃষ্টি নামলে,শুকাতে দেওয়া ধানের খড় আনতে যান হেনা বেগম।এ সময় বজ্রপাতে মারা যান তিনি।
নিহত কৃষকদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানান হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।