মানিকগঞ্জে ট্রাক উল্টে ২ ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার রাতে ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে কাঁচামালের দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলা এলাকার মকবুল হোসেনের ছেলে তৈমুর রহমান (৩৪) ও জহুর সর্দারের ছেলে আলাল উদ্দিন (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার ডুমুরিয়া থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো অ ১১-৩৩১৩) কাঁচামাল নিয়ে চার ব্যবসায়ী ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিলেন। ট্রাকের ওপর বসে ছিলেন ব্যবসায়ীরা। রাত সাড়ে ১০টার দিকে বানিয়াজুরী এলাকায় এসে মহাসড়কে উন্নয়নের জন্য রাখা বালু ও খোয়ার ওপর উঠে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে তৈমুর ও আলাল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আর অক্ষত থাকেন অন্য ব্যবসায়ীরা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. আকরামুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাকটিকে মহাসড়কের ওপর থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।