খাগড়াছড়িতে অবশিষ্ট ৬০ ঘণ্টার হরতাল স্থগিত
মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদার হত্যাকারীদের গ্রেপ্তার এবং অপহৃত তিন বাঙালিকে উদ্ধারের দাবিতে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের চলমান ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংগঠন দুটি আগামী ৬০ ঘণ্টার হরতাল (আগামীকাল সোমবার ও মঙ্গলবার দুই দিনের) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ৭২ ঘণ্টার হরতালের শুরুতে পিকেটাররা আজ সদর উপজেলা পরিষদের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ প্রর্দশন করে। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে হরতালকারীদের পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল শহরের অধিকাংশ দোকানপাটও। হেটে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও কর্মজীবীদের যাতাযাত করতে দেখা গেছে।
বৃহত্তর বাঙালি ছাত্র পরিষদের জেলা সভাপতি মাঈন উদ্দিন অভিযোগ করেন, প্রশাসন হরতাল নিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি হরতাল প্রত্যাহারের জন্য বাসাবাড়িতে তল্লাশি করে নেতাদের হয়রানি করছে। পুলিশি ধাওয়ায় তাঁদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন জানিয়েছেন, হরতালের কারণে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
দুপুরের পর সীমিত সংখ্যক রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
অন্যদিকে বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ সোমবার থেকে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতাল আছে কি নেই তা নিয়ে বিভ্রান্তি কাটেনি। বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম জানান, রাঙামাটি-বান্দরবানে পালিত হলেও খাগড়াছড়িতে তা পালন করা হবে না।
রাঙামাটির নানিয়ারচর উপেজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গত শুক্রবার সকালে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারও ছিলেন। এ ছাড়া গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তিন বাসিন্দা কাঠ ব্যবসায়ী মো. সালাউদ্দীন, মহরম আলী ও গাড়িচালক মো. বাহার মিয়া জেলার মহালছড়ির মাইসছড়ি থেকে নিখোঁজ হন। ২০ দিন পরও তারা উদ্ধার হয়নি।