ইউপিডিএফ গণতান্ত্রিকের কমিটি পুনর্গঠন
সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দলীয় প্রধান তপন জ্যোতি চাকমা বর্মার হত্যার মৃত্যুর দুদিনের মাথায় কমিটি পুনর্গঠন করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক। রোববার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের কাছ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ সদস্যের নতুন কমিটির সভাপতি করা হয়েছে এর আগের কমিটির সাধারণ সম্পাদক জলেয়া চাকমা তরুকে। সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি চাকমা।
নতুন কমিটির সভাপতি জলেয়া চাকমা তরু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত চার-পাঁচ মাসের সাংগঠনিক কার্যক্রম ও জনসমর্থন দেখে স্বৈরাচারী প্রসিত বিকাশ খীসাপন্থী ইউপিডিএফ সাংগঠনিকভাবে এবং জনগণ থেকে বিচ্ছিন্ন ও দিশেহারা হয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বৈরাচারী ইউপিডিএফের ধারণা পার্টির আহ্বায়ক তপন জ্যোতি চাকমাকে খুন করলে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনটি ধ্বংস বা বিলুপ্ত হয়ে যাবে। নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী বর্বর এবং অমানবিক হামলা চালিয়ে তাদের সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম বন্ধ করা যাবে না। দলীয় প্রধানকে হারিয়ে নেতাকর্মীদের সাহস এবং অদম্য মনোবল উদয় হয়ে, আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ইউপিডিএফ গণতান্ত্রিক আঞ্চলিক রাজনৈতিক দলের নতুন এ কমিটি ঘোষণা করা হলো।
গত বছরের ১৫ নভেম্বর খাগড়াছড়ি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তপন জ্যোতি চাকমা বর্মাকে আহ্বায়ক ও জলেয়া চাকমা তরুকে সাধারণ সম্পাদক করে ইউপিডিএফ ভেঙে ইউপিডিএফ গণতান্ত্রিক দল গঠন করা হয়েছিল।