নেত্রকোনার পীর আকবর আলী রেজভী আর নেই
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সতরশ্রী গ্রামের পীর ও ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আকবর আলী রেজভী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে আজ রোববার বেলা ১১টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। স্বজনদের দাবি, তাঁর বয়স হয়েছিল ১২০ বছর।
মাওলানা আকবর আলী রেজভী তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন। কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশ-বিদেশে তাঁর অসংখ্য ভক্ত রয়েছে।
মাওলানা রেজভীর নাতজামাই নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ের সহকারী আবদুস সালাম এনটিভি অনলাইনকে জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মরহুমের লাশ ঢাকা থেকে নিয়ে আসার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।