পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা গ্রেপ্তার
সরকারি জমি দখল ও খাগড়াছড়ি কারাগারের জেলারকে মারধরের অভিযোগে পৌরসভার কাউন্সিলর ও বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি কারাগারের জমি দখলকে কেন্দ্র করে আবদুল মজিদের সঙ্গে জেলার আবু ফাতাহ এর সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে দুজনই আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আবদুল মজিদকে গ্রেপ্তার করে।
জেলার আবু ফাতাহর অভিযোগ, গতকাল সোমবার রাতে আবদুল মজিদের নির্দেশে কারা সীমানায় ঘর নির্মাণ করা হয়। এ বিষয়ে আজ মঙ্গলবার সকালে কথা বলতে যান জেলার। এ সময় আবদুল মজিদ ও তাঁর লোকজন জেলারের ওপর হামলা চালান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, এই ঘটনায় জেলার আবু ফাতাহ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে কারাগারের সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ, সরকারি কাজে বাঁধা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে আবদুল মজিদের বিরুদ্ধে।
এদিকে আবদুল মজিদকে বিকেলে মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়। এ সময় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোরশেদুল আলম।
এদিকে আবদুল মজিদকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ বের করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। ওই সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় আজকের (মঙ্গলবার) মধ্যে মুক্তি দেওয়া না হলে আগামীকাল (বুধবার) হরতাল পালনের হুমকি দেয় বিক্ষোভকারীরা।