হাজারীবাগে বাসায় বিস্ফোরণ, যুবক নিহত
রাজধানীর হাজারীবাগে একটি বাসায় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, বোমা বানানোর সময় এ বিস্ফোরণ ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, বোমা বানানোর সময় ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ বাসা থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম রাজু বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক।
হাসপাতালে রাজু এনটিভি অনলাইনকে জানান, বোমা বিস্ফোরণের সময় ছোট ভাই জিসানও তাঁর সঙ্গে ছিলেন। তবে বোমা হামলায় নিহত ব্যক্তি জিসান কিনা তা তিনি নিশ্চিত নন।