গোবিন্দগঞ্জে ‘আল্লাহর দলের’ ৭ সদস্য আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক সাতজন নিষিদ্ধ ঘোষিত আল্লাহর দলের সদস্য। গতকাল শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।
আটক হওয়া সাতজন হলেন মতিয়ার রহমান, মোসাদ্দেক আলী, সেকেন্দার আলী, ফরিদুল ইসলাম, সুমন, শরিফুল ইসলাম ও পলাশবাড়ী উপজেলার বাবলু খন্দকার। বাবুল সংগঠনটির গাইবান্ধা জেলা নায়েকের দায়িত্ব পালন করছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানের দাবি, গতকাল শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করার সময় পুলিশ ওই সাতজনকে আটক করে। তাঁদের নাশকতা করার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।