সুন্দরবনে র্যাবের গুলিতে ‘বনদস্যু’ নিহত
সুন্দরবনের দরজার খালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম খলিল (৩০)। তিনি বনদস্যু মনির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
urgentPhoto
এ ব্যাপারে র্যাব-৮-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় আজ ভোরে র্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় দরজার খালে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু মনির বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে খলিল ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বাহিনীর অন্য সদস্যরা বনের গহিনে পালিয়ে যান। স্থানীয় জেলেরা লাশ দেখে পরিচয় নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম আরো জানান, ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক, তিনটি কাটা রাইফেল, একটি এয়ারগান, তিনটি এলজি, একটি দুইনলা বন্দুক ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গুলি, ছয়টি ধারালো অস্ত্র, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করেছে র্যাব। নিহত খলিলের বাড়ি বাগেরহাটের শরণখোলায়।
মরদেহটি শরণখোলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।