বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক সুব্রত কুমার দে’র ওপর হামলার মামলার প্রধান আসামি তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১২টায় তারিকুল ইসলামকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম। তিনি এনটিভি অনলাইনকে জানান, তারেক মূলপরিকল্পনাকারী এবং এজাহারভুক্ত আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার সকালে উপজেলা প্রজন্ম লীগের সভাপতি আনোয়ারুল হককে ঈশ্বরগঞ্জের চরণিখোলায় তার গ্রামের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে এ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির ডাকে ক্লাস-পরীক্ষা বর্জন, অবস্থান ধর্মঘট, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
গত ২৬ আগস্ট বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের রামবাবু রোডের অলকা নদী-বাংলা কমপ্লেক্সের সামনে অধ্যাপক সুব্রত কুমার দে’র ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ফজলুল কাদের চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মাটি ভরাট কাজের ঠিকাদার হায়দার কন্সট্রাকশনের মালিক তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে ২০-২৫ জন অধ্যাপক সুব্রত কুমার দে’র ওপর হামলা চালায়।