শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা
উপাচার্য ড. আমিনুল হক ভূইয়ার অপসারণ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা।
আজ সোমবার সন্ধ্যার পর ফোরামের মিটিং শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ করে র্যালি ও সমাবেশ করবেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কর্মবিরতির সময় কালো ব্যাজ ধারণ করে র্যালি সমাবেশ করবেন তাঁরা। শেষের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় উপাচার্যের ভবনের সামনে প্রতীকী অনশন করবেন বলে জানান তিনি।
এদিকে, শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ কালো ব্যাজ ধারণ করে র্যালি ও সমাবেশ কর্মসূচি পালন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।
গত রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সমানে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয় এবং শিক্ষকদের লাঞ্ছিত করে।