কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় দৌলতপুরের কিশোর মিঠু হত্যা মামলায় মিন্টু নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত মিন্টু পলাতক রয়েছেন।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউর রহমান এ রায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণের বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৮ অক্টোবর সন্ধ্যায় দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামের মিন্টু ও হাসান নামের দুই যুবক ইয়াজুল ইসলামের ১৫ বছর বয়সী ছেলে মিঠুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন বাড়ির পাশে পুকুরের ধারে মিঠুর গলা কাটা লাশ পাওয়া যায়। ওই দিনই মিন্টু ও হাসানের নামে হত্যা মামলা দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ শুধু মিন্টুর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার বিচারকাজ শেষে আজ বিচারক মিন্টুর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের রায় দেন।