মুন্সীগঞ্জে লরি-বেবিট্যাক্সি সংঘর্ষ, একজন নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার তিনসিঁড়ি এলাকায় ঢাকা-মুক্তারপুর-টঙ্গিবাড়ী সড়কে মালবাহী লরির সঙ্গে একটি বেবিট্যাক্সির সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আহত সুজন, লাভলু ও তাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
হাতিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, মুক্তারপুর থেকে টঙ্গিবাড়ীগামী একটি বেবিট্যাক্সির সঙ্গে মুক্তারপুরগামী একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন।
মো. সেলিম আরো জানান, ঘটনার পরপর লরির চালক পালিয়ে গেছেন। তিনি বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।