মুন্সীগঞ্জে বাসে আগুন
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আপন পরিবহনের বাসটি মাওয়া চৌরাস্তার পাশে পার্ক করে হেলপার ঘুমিয়েছিলেন। এ সময় আগুন দেখে গাড়ির চালক ও স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউনুস খান জানান, আগুনে কেউ হতাহত হয়নি। তবে এতে বাসের কিছু আসন পুড়ে গেছে।