ঘোড়াশালে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নরসিংদীতে নবম শ্রেণির স্কুলছাত্র সুপ্রিয় সাহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কয়েকশ স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবক।
আজ মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল-ডাঙ্গা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঘোড়াশাল বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সফিকুল ইসলাম, আশাদউল্লাহ মনা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও নিহতের স্বজনরা।
এ সময় বক্তারা সুপ্রিয় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত ১৮ জুলাই ঈদের দিন বিকেলে স্থানীয় উত্তর চরপাড়া গ্রামের সুজিত সাহার ছেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সুপ্রিয় সাহা স্বপ্ন (১৫) বন্ধুদের সঙ্গে রথযাত্রায় অংশ নেয়। সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। এর পরের দিন দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।