খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলি, আতঙ্ক
খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাজারের উত্তর পাশের রাবার কারখানা এলাকা ও চেঙ্গী নদীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাবার কারখানা এলাকার ওই দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ পরে নদীর পশ্চিম পাড় থেকেও গুলির শব্দ আসে। এ সময় বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যান। ঘটনার পর থেকে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সন্দেহভাজন ব্যক্তি ও পরিবহনে তল্লাশি করছে পুলিশ ও বিজিবি। ঘটনার পর খবংপুড়িয়া ও স্বর্ণিভর এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী।
খাগড়াছড়ি সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে গোলাগুলির পর সন্দেহভাজন ব্যক্তি ও পরিবহনে তল্লাশি চালায় পুলিশ ও বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বনির্ভর বাজারে ইউপিডিএফ ও তাদের প্রতিপক্ষের মধ্যে অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে।
এ বিষয়ে ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মুখপাত্রদের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।