রাজৈরে দুই বাসের সংঘর্ষ, আহত ২০
মাদারীপুরের রাজৈর উপজেলায় মজুমদারকান্দি খালপাড়ে রাজৈর-কোটালীপাড়া সড়কে আজ মঙ্গলবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) রমজান জানান, আজ বিকেলের দিকে রাজৈর থেকে কোটালীপাড়াগামী ফরহাদ ও কোটালীপাড়া থেকে রাজৈরগামী ডলফিন নামের দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিলন, রশিদ, হাবিব, ফেরদাউস, দুলাল বাড়ৈ, রিক্তা, দেবু, শিহাব, সুজাতা ও শাহা আলমসহ কমপক্ষে ২০ জন আহত হন।
আহতদের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি রাজৈর ও কোটালীপাড়া উপজেলায়।